ডিসেম্বর ১, ২০২৫ ৭:৫৪ পূর্বাহ্ণ

শাজাহানপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত 

শাজাহানপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত
শাজাহানপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত। ছবি: এনসিএন

‘একটাই পৃথিবী প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ এই প্রতিপাদ্য নিয়ে র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বগুড়ার শাজাহানপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে সেমিনার কক্ষে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য গোহাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আওতায় তালুকদার ফজু, মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক নুরুজ্জামান, মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুম কবির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতা ছানোয়ার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী ফাতেমা তুস যোহরাসহ বিভিন্ন কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print