বগুড়ার শাজাহানপুরে ফোরকান হত্যা মামলায় শ্রমিকলীগ নেতা আব্দুর রাজ্জাক (৩৬) কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৭ আগস্ট) রাতে উপজেলার মাঝিড়া কাঁচা বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
তিনি শাজাহানপুর উপজেলা শ্রমিকলীগের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।সে ডোমনপুকুর ডোমনপুকুর নতুনপাড়া এলাকার আব্দুর বারী ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ফোরকান হত্যা মামলায় তদন্তসাপেক্ষে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শাজাহানপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “ফোরকান হত্যা মামলার এজাহারভুক্ত আসামীকে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেন। “
