ডিসেম্বর ১, ২০২৫ ৬:১৩ পূর্বাহ্ণ

শাজাহানপুরে স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে আহত মন্তেজার মারা গেছেন

বগুড়ার শাজাহানপুরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে আহত মন্তেজার রহমান (৫৫) মারা গেছেন। তিনি চোপিনগর ইউনিয়ন ৪নং ওর্য়াড যুবলীগের সভাপতি ছিলেন।

মঙ্গলবার রাত ৮ টায় দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত সোমবার (৪ এপ্রিল) দুপুর ১ টার দিকে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে মানিকুর রহমান ও তার ছেলে মনিরুজ্জামান ওরফে জীবন(২৭) প্রকাশ্যে মন্তেজারকে ছুরিকাঘাত করেন। খবর পেয়ে শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং রক্তমাখা ছুরিসহ মানিক ও তার ছেলে জীবনকে গ্রেফতার করেন।

এ ঘটনায় পরে ছুরিকাঘাতের ঘটনায় আহতের ছেলে মেহেদী হাসান বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন। পরে মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন পুলিশ।

জানা গেছে, শাজাহানপুর উপজেলার চোপীনগর ইউনিয়নের শাহ্নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে মন্তেজার রহমান ও মানিকুর রহমান পক্ষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। একপর্যায়ে ম্যানেজিং কমিটি গঠন করা হলেও কমিটির নির্বাচনী প্রক্রিয়া সঠিক হয়নি মর্মে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন মন্তেজার। বিষয়টির তদন্ত কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ প্রাথমিক শুনানির জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অভিযোগকারীকে নিজ কার্যালয়ে ডাকেন।এসময় উপজেলা পরিষদের মূল ফটকের সামনে প্রকাশ্যে মানিক ক্ষিপ্ত হয়ে মন্তেজারকে ছুরিকাঘাত করেন।

উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ বলেন,আদালতের মাধ্যমে হত্যাকাণ্ডের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।পাশাপাশি এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত সকল আসামীদের উপযুক্ত শাস্তির মাধ্যমে সমাজে দৃষ্টান্ত স্থাপনে থানা পুলিশ প্রতি অনুরোধ জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print