ডিসেম্বর ১, ২০২৫ ৬:৪৯ পূর্বাহ্ণ

শিবগঞ্জে বঙ্গমাতা পাবলিক লাইব্রেরী উদ্বোধন ও প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

শিবগঞ্জে বঙ্গমাতা পাবলিক লাইব্রেরী উদ্বোধন ও প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। ছবি: এনসিএন
শিবগঞ্জে বঙ্গমাতা পাবলিক লাইব্রেরী উদ্বোধন ও প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। ছবি: এনসিএন

বগুড়ার শিবগঞ্জের পৌর এলাকার বেড়াবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ও বঙ্গমাতা পাবলিক লাইব্রেরীর উদ্বোধন এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছাত্তারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মে) বিকালে বিদ্যালয় চত্ত্বরে উক্ত বিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক আব্দুস ছাত্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা। অনুষ্ঠানের উদ্বোধন করেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস।

অত্র বিদ্যালয়ের সভাপতি আবু বক্কর সিদ্দিক বিপুলের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক অসিম ঘোষ, শিবগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ফজলুল হক, উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মেসার্স বকুল ফাইবার এ্যান্ড ভার্মি কম্পোষ্ট প্লান্ট কোম্পানির স্বত্বাধীকারী বকুল হোসেন, পৌর ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জাহিদুল ইসলাম প্রমূখ।

এনসিএন/আরআই

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print