ডিসেম্বর ১, ২০২৫ ১০:১৫ পূর্বাহ্ণ

শেরপুরে জাতীয় আদিবাসীর পৌর পরিষদের কমিটি গঠন

Oplus_16777216
Oplus_16777216

বগুড়ার শেরপুর উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের পৌর শাখায় শ্রী নয়ন কুমারকে আহবায়ক, সুজন মালিকে যুগ্ম আহ্বায়ক ও সুব্রত কুমারকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটির গঠন করা হয়। 

সোমবার বিকেল ৫ টায় মহিলা কলেজ মার্কেটে অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।

শ্রী স্বপন কুমার সিং এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আদিবাসী পরিষদের সভাপতি শ্রী সন্তোষ সিং বাবু।

শেরপুর পৌর শাখার নব-নির্বাচিত সদস্য সচিব শ্রী হীরা লাল সিং এর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা আদিবাসী পরিষদের সভাপতি শ্রী গৌতম মাহাতো, বগুড়া জেলা আদিবাসী পরিষদের সাংস্কৃতিক সম্পাদক শ্রী কমল সিং, বগুড়া জেলা আদিবাসী পরিষদের সদস্য শ্রী দীপক মার্ডী, শ্রী মতি লাভলী রানী, আদিবাসী নেতা শ্রী কানু কোচসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আদিবাসীদের জীবনমান, শিক্ষা, বাসস্থান, কর্মসংস্থান উন্নয়নের আমাদের আদিবাসী পরিষদের কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে এই কমিটির গঠন করা হয়।

তিনি আরো বলেন, শেরপুর উপজেলায় চল্লিশ হাজার আদিবাসী রয়েছেন তাদের জীবনমান ও শিক্ষা এখনও পর্যন্ত উন্নত শেখরে পৌঁছায়নি। তাই আমরা তাদেরকে নিয়ে কাজ করে যাচ্ছি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print