ডিসেম্বর ১, ২০২৫ ৭:০৩ পূর্বাহ্ণ

আবারও শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন সুদীপ কুমার

রাজশাহী রেঞ্জে আবারও শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন সুদীপ কুমার চক্রবর্তী। ছবি: এনসিএন
রাজশাহী রেঞ্জে আবারও শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন সুদীপ কুমার চক্রবর্তী। ছবি: এনসিএন

সন্ত্রাসী কর্মকান্ড, অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার ও অন্যান্য পেশাদারিত্বের কারণে রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন বগুড়া জেলা পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্তী।

আজ বুধবার (১১ মে) রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এপ্রিল মাসের কাজের মূল্যায়ন অনুযায়ী তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। বগুড়ায় দায়িত্ব নেয়ার পর থেকে এ নিয়ে ৫ বার শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন সুদীপ কুমার।

এদিন গণমা‌ধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানিয়েছে বগুড়া জেলা পুলিশ।

এছাড়াও বগুড়া জেলার আরও ৪ পুলিম কর্মকর্তা রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। তারা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) শরাফত ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা, ইন্সপেক্টর (তদন্ত) জাহিদুল হক ও ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান।

উল্লেখ্য, গত বছরের আগস্টে বগুড়া জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করার পর থেকে অপরাধ নিয়ন্ত্রণ, ট্রাফিক-শৃঙ্খলা বিধান ও জনবান্ধবমূলক নানা ব্যতিক্রমী কার্যক্রমে সকলের প্রশংসা কুড়িয়েছেন সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম। পাশাপাশি করোনাকালীন সময়েও নানা প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে বগুড়ায় সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সম্মুখসারিতে থেকে কাজ করেছেন এই পুলিশ কর্মকর্তা।

এনসিএন/এআইএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print