ডিসেম্বর ১, ২০২৫ ২:১২ অপরাহ্ণ

প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থের রাষ্ট্রীয় নীতি গ্রহণ করুন

সরকার আসে সরকার যায়, গরীবের ভাগ্য বদল হয়না : নাদিম

রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম বলেন, সরকার আসে সরকার যায়, কিন্তু গরীবের ভাগ্য বদল হয় না। অথচ উচ্চ বেকারত্বের দেশে গরীবের স্বল্প পুজির বিনিয়োগে গড়ে ওঠা ব্যাটারিচালিত যান বন্ধ করে দেশের ৬০ লক্ষ মানুষকে বেকার করতে চায় সরকার।

মঙ্গলবার ২৪ ডিসেম্বর সন্ধ্যায় নওগাঁর রাণীনগর উপজেলার কুজাইল বাজারে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় নেতা নাদিম এসব কথা বলেন।

শ্রমিকনেতা আরিফুল ইসলাম নাদিম আরও বলেন, এদেশের মানুষ তার অর্থনৈতিক ও সামাজিক মুক্তির আকাঙ্খায় লড়াই করে পাকিস্তান শাসকদের থেকে মুক্ত হয়েছিল। সেই মুক্তির আকাঙ্খা পুরণ না হওয়ায় বাংলাদেশকে শোষণ-বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ার লক্ষ্যে ৯০ এবং ২৪ এ অভ্যুত্থান সংগঠিত করে। তাই সকল শহীদ ও সংগ্রামী জনতার ত্যাগকে সার্থক করতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থের রাষ্ট্রীয় নীতি গ্রহণ করতে হবে।

শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক এই সম্মেলনে অটো-ভ্যান চালক শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সংগঠক আলিমুর রেজা রানা, চাতাল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোজাফর হোসেন, সংগঠনের রানীনগর উপজেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সামিউল আলম খান তুষার প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, সরকার সাধারণ মানুষের জীবন-জীবিকা নিরাপদ করতে ব্যর্থ হয়েছে। তারা বাজার নিয়ন্ত্রণ না করে ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণ নিয়ে ব্যাস্ত। এটাকে বলে “ভাত দেওয়ার মুরদ নাই, কিল দেয়ার গোসাই।” শফিকুল ইসলাম সরকারের প্রতি হুশিয়ারি জানিয়ে বলেন, শ্রমিকের রুটি-রুজির নিরাপত্তা না দিয়ে বন্ধের গোসাইগিরি করলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পরিণতি এই সরকারকেও ভোগ করতে হবে।

সমাবেশে বক্তারা সিন্ডিকেট ভেঙ্গে বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবি জানান। এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ১২ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন ও সংগঠন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এরপর সম্মেলনে সর্বসম্মতিক্রমে আতোয়ার হোসেনকে সভাপতি, জাহাঙ্গীর আলম প্রামাণিককে সাধারণ সম্পাদক ও সামিউল আলম খান তুষারকে যুগ্ম-সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট রানীনগর উপজেলা রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print