ডিসেম্বর ১, ২০২৫ ৬:৪৯ পূর্বাহ্ণ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কালীগঞ্জ প্রেসক্লাব সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

Oplus_16777216
Oplus_16777216

‎‎‎গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্যাতন ও জবাই করে হত্যার প্রতিবাদে প্রেসক্লাব কালীগঞ্জ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। 

সোমবার (১১ আগষ্ট) সকালে কালীগঞ্জ প্রেসক্লাব চত্বরে উপজেলায় কর্মরত সকল সাংবাদিক, সুশীল সমাজ ও সাধারণ মানুষ এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে।‎‎

সমাবেশের বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনে সময় গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের নিজস্ব প্রতিবেদক আসাদুজ্জামান তুহিনকে জবাই করে হত্যা করা হয়েছে, যা গণমাধ্যমের উপর একটি চরম আঘাত। লালমনিরহাটেও সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক সম্পাদক সাংবাদিক হেলাল কবিরকে হত্যার চেষ্টা করা হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নির্যাতন করা হচ্ছে। অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যার হত্যাকারী ও সারাদেশে সাংবাদিক নির্যাতনকারীদের বিচার, সেই সাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় সাংবাদিকরা বিকল্প ব্যবস্থা গ্রহণসহ সকল প্রকার সংবাদ বয়কট করবে।‎‎

বক্তারা আরও বলেন, সাংবাদিকরা নিজেদের জন্য কখনো সংবাদ প্রচার করে না, সাংবাদিকরা অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রচার করে, মাদকের বিরুদ্ধে সংবাদ করে। সর্বপরি সাংবাদিকরা দেশের শান্তিশৃঙ্খলা ভালো রাখার জন্যই সংবাদ প্রচার করে।

এজন্যেই সাংবাদিকরা আজ মব জাস্টিস এর শিকার হচ্ছে, সাংবাদিকদের মেরে ফেলা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। যারা অন্যায়, দুর্নীতির সংবাদ প্রচার করে আজ তারাই সংবাদের শিরোনাম হচ্ছে। এমনটা চলতে থাকলে সাংবাদিকরা এই পেশা থেকে সরে আসবে। সমাবেশে বিভিন্ন প্রিন্ট, অনলাইন, ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়া ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।‎‎

সমাবেশে যমুনা টেলিভিশন সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান লাডলা, সভাপতিত্বে বক্তব্য রাখেন,প্রবীণ সাংবাদিক শেখ আব্দুল আলিম, ডিবিসি সাংবাদিক নিয়াজ আহমেদ শিপন, ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিক মাহফুজার রহমান, স্টার নিউজ জেলা প্রতিনিধি সাব্বির আহমেদ লাভলু, গাজি টিভির আলতাব হোসেন, কালবেলার প্রতিনিধি নুরুল ফেরদৌস আমার সংবাদ প্রতিনিধি সাজু মিয়া প্রমুখ।‎‎

এ সময় বাংলাদেশ কালীগঞ্জ প্রেস ক্লাবের ব্যানারে বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি নুরুজ্জামান আহমেদ

কালীগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নুর আলমগীর অনু, কালীগঞ্জ উপজেলা শাখার সাংবাদিকরাও এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে।‎‎প্রতিবাদ সমাবেশে সঞ্চালনার দায়িত্ব পালন করেন ডিবিসির জেলা প্রতিনিধি নিয়াজ আহমেদ শিপন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print