ডিসেম্বর ১, ২০২৫ ৬:৪৯ পূর্বাহ্ণ

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে রাণীনগরে মানববন্ধন

Oplus_16777216
Oplus_16777216

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা ও সাংবাদিক আনোয়ার হোসেনকে হত্যা চেষ্টার প্রতিবাদে নওগাঁর রাণীনগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা।

রোববার বেলা ১১টার দিকে রাণীনগর উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দদের ব্যানারে উপজেলা পরিষদের গেটের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিনিয়র সাংবাদিক হারুনুর রশিদের সভাপতিত্বে ও রহিদুল ইসলাম রাইপের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সাংবাদিক সাইফুল ইসলাম, ওহেদুল ইসলাম মিলন, সাহাজুল ইসলাম, সুকুমল কুমার প্রামানিক, আব্দুর রউফ রিপন, মামুনুর রশিদ, আওরঙ্গজেব হোসেন রাব্বী, কাজী রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে হত্যা চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

তারা বলেন, সাংবাদিক তুহিনের হত্যা শুধু একজন সাংবাদিকের কণ্ঠরোধ নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্যও হুমকি। দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকদের ওপর হামলার পাশাপাশি সাংবাদিক হত্যার ঘটনা বাড়ছে। কিন্তু অধিকাংশ ঘটনার সুষ্ঠু বিচার হচ্ছে না। এই দায়মুক্তির সংস্কৃতি বন্ধ না হলে গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্র হুমকির মুখে পড়বে।

তাই গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের হত্যা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সেইসাথে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে একটি সুরক্ষা আইন প্রণয়ন এবং সাংবাদিক হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করার দাবি জানান।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে রাণীনগর উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরে চন্দনা চৌরাস্তা এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print