আগস্ট ১০, ২০২৫ ৭:৫৭ পিএম

সাংবাদিক তুহিন হত্যার শাস্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নওগাঁয় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। 

শনিবার ৯ আগষ্ট দুপুরের দিকে শহরের মুক্তির মোড়ে নওগাঁয় কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে গঠিত সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ব্যানারের আয়োজনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

নওগাঁ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি এ এস এম রায়হান আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবির উদ্দিন, নওগাঁ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, নওগাঁ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুর রহমান জয়, নওগাঁ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রশিদ তারেক, নওগাঁ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিফাত হোসেন সবুজ প্রমুখ।

সাংবাদিক হত্যা, নির্যাতন বন্ধ করো, করতে হবে এই শ্লোগানে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাংবাদিক আসাদুর রহমান জয়, আব্দুর রশিদ তারেক ও রিফাত হোসেন সবুজসহ বক্তারা বলেন, সাংবাদিক তুহিনের হত্যা শুধু একজন সাংবাদিকের কণ্ঠরোধ নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্যও হুমকি। দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকদের ওপর হামলার পাশাপাশি সাংবাদিক হত্যার ঘটনা বাড়ছে। কিন্তু অধিকাংশ ঘটনার সুষ্ঠু বিচার হচ্ছে না। এই দায়মুক্তির সংস্কৃতি বন্ধ না হলে গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্র হুমকির মুখে পড়বে।

তাই গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের হত্যা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সেইসাথে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে একটি সুরক্ষা আইন প্রণয়ন এবং সাংবাদিক হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করার দাবি জানান।

অন্তবর্তী সরকারের উদ্দেশে নওগাঁ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষ অনেক আকাঙ্খা নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দিয়েছিলো। দায়িত্ব পাওয়ার এক বছরেও তাঁরা সেই আকাঙ্খা পূরণ করতে ব্যর্থ হয়েছে। যদি আপনারা দেশের জনগণের, সাংবাদিকের নিরাপত্তা না দিতে পারেন, সুরক্ষা না দিতে পারেন, তাহলে আপনাদের প্রয়োজন নেই।’

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক এসএম রায়হান আলম বলেন, ‘সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে খুনের ঘটনা দেশে সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রমাণ। শুধু গাজীপুরে নয়, সারা দেশেই এখন সাংবাদিকেরা নিরাপত্তাহীন হয়ে পড়েছে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক আসামিকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

উল্লেখ, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরে চন্দনা চৌরাস্তা এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print