আগস্ট ১, ২০২৫ ৭:১৬ পিএম

সান্তাহারে কুড়িগ্রাম ট্রেন থেকে দশ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

Oplus_16777216
Oplus_16777216

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেন থেকে ১০ কেজি গাঁজাসহ ৩ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ।

বুধবার বেলা সাড়ে ১১ টায় সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের ৩ নং প্লাটফর্মে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কলি বেগম(২৭), লামিয়া (২১) ও মিম আক্তার (১৯)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, এদিন ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে মাদক পাচারের উদ্দেশ্যে কোথাও যাচ্ছিলেন ওই তিন নারী মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১১ টার দিকে সান্তাহার জংশন স্টেশনে ৩ নং প্লাটফর্মে ট্রেনটি পৌঁছালে ওই ট্রেনে অভিযান চালানো হয়। অভিযানকালে ছ বগির ৫৭, ৫৮, ৫৯ সিটে যাত্রীবেসে বসে থাকা ৩ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থাকা দুটি স্কুলব্যাগের মধ্যে থেকে ১০ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print