বগুড়ার আদমদীঘির সান্তাহারে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ (র্যাব)।
গ্রেফতারকৃতরা হলেন তারেক হোসেন (২৭) ও আরিফ হোসেন (২১)। তারেক কুমিল্লার লাকসামের নওয়াপাড়া গ্রামের আবুল খায়েরের ছেলে এবং একই উপজেলার কাগঘর গ্রামের আব্দুল মালেকের ছেলে আরিফ।
জানা যায়, আসন্ন ঈদ উপলক্ষে মহাসড়কে মাদক পাচাররোধে বৃহস্পতিবার বিকেলে বগুড়া-নঁওগা মহাসড়কে বশিরপুর ঈদগাহ মাঠের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় র্যাব-১২ এর সদস্যরা। এসময় ঢাক থেকে নঁওগাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ওই দু’জনকে গ্রেফতার করে সংস্থাটি।
র্যাব সূত্র জানিয়েছে, গ্রেফতারকৃতদের থেকে একটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। আজ শুক্রবার সকালে আদমদীঘি থানায় তাদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা করে জেল হাজতে পাঠানো হয়েছে।
