ডিসেম্বর ১, ২০২৫ ৬:২৩ পূর্বাহ্ণ

সান্তাহারে ৯৫ মাদরাসা শিক্ষার্থীর মাঝে ইউপি চেয়ারম্যানের ঈদ বস্ত্র বিতরণ

সান্তাহারে ৯৫ মাদরাসা শিক্ষার্থীর মাঝে ইউপি চেয়ারম্যানের ঈদ বস্ত্র বিতরণ। ছবি: এনসিএন
সান্তাহারে ৯৫ মাদরাসা শিক্ষার্থীর মাঝে ইউপি চেয়ারম্যানের ঈদ বস্ত্র বিতরণ। ছবি: এনসিএন

বগুড়া, ২৪ এপ্রিল ২০২২: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ৯৫ জন মাদরাসা শিক্ষার্থীদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন।

আজ রোববার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার সান্তাহার ইউপির ছাতনী দারুল উলুম হাফেজিয়া ক্বওমী মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে অধ্যয়নরত প্রত্যেক শিক্ষার্থীদের হাতে তিনি জুব্বা ও পায়জামা তুলে দেন ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি।

সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি জানান, প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যক্তিগত তহবিল থেকে এসব শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছি। নতুন কাপড় পেয়ে তাঁরা অত্যন্ত খুশি। আমি যেন আমার এলাকার প্রতিটি মাদরাসা বা ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীর পাশে দাঁড়াতে পারি এবং আগামী দিনেও এ ধারা অব্যহত রাখতে পারি এজন্য সকলের দোয়া চাই।

এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার মুহ্তামিম হাফেজ মিজানুর রহমান, মাওলানা আবদুল মতিন, হাফেজ মনিরুজ্জামান, মাদরাসা কমিটির সভাপতি আনছারুল হক, সান্তাহার শহর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু, বিশিষ্ট ব্যবসায়ী তৌফিকুল ইসলাম নয়ন, মিলন হোসেন ও যুবলীগ নেতা তানজিম মাহমুদ ফারুক প্রমূখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print