ডিসেম্বর ১, ২০২৫ ৭:৫৮ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জের রায়গঞ্জে দূর্ঘটনাপ্রবণ মোড় সংস্কার ও বন্ধ রাস্তা চালুর দাবিতে মানববন্ধন

Oplus_16908288
Oplus_16908288

সিরাজগঞ্জের রায়গঞ্জে পল্লীবিদ্যুৎ মোড়কে দুর্ঘটনাপ্রবণ এলাকা ঘোষণা করে দ্রুত নিরাপদ ব্যবস্থা গ্রহণ এবং বন্ধ রাস্তা চালুর দাবিতে স্থানীয় জনসাধারণ ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বুধবার (২৫ জুন) সকাল ১০টায় উপজেলার ভুইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাহেবগঞ্জ বাজার থেকে চান্দাইকোনা বাজার পর্যন্ত মহাসড়কে প্রায় ১১ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এ মানববন্ধনে অংশগ্রহণ করেন এলাকার সর্বস্তরের জনগণ, স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সম্প্রতি একের পর এক প্রাণঘাতী দূর্ঘটনায় প্রাণহানি ও আহতের ঘটনায় চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা জানান, এই মোড়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতিনিয়ত এখানে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। গত কয়েক দিনের মধ্যেই এখানে কয়েকটি মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটেছে, এতে প্রাণহানি ঘটেছে। অথচ কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

বক্তারা আরও বলেন, এই মোড়টি নিরাপদ করতে হলে অবিলম্বে বিদ্যমান রোড ডিভাইডার সংস্কার ও স্পিড ব্রেকার স্থাপন করতে হবে এবং রাতের বেলায় ভারী যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আনতে হবে।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়, দুর্ঘটনামুক্ত নিরাপদ সড়ক নিশ্চিত করতে হলে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে—নইলে আরও বৃহত্তর কর্মসূচির দিকে যাবে এলাকাবাসী।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শক করে জানান, আপনারে দাবি গুলো স্মারক লিপির মাধ্যমে আমাকে দিন, আমি ঊর্ধ্বতম কর্মকর্তার সাথে কথা বলে সমাধানের চেষ্টা করবো।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print