ডিসেম্বর ১, ২০২৫ ৭:০২ পূর্বাহ্ণ

সেলুন শ্রমিককে হত্যাকান্ডে জড়িত মাসুদ গ্রেফতার

গ্রেফতারকৃত মাসুদ রানা। ছবিঃ এনসিএন
গ্রেফতারকৃত মাসুদ রানা। ছবিঃ এনসিএন

বগুড়ায় সেলুন শ্রমিককে হত্যাকান্ডে জড়িত মাসুদ রানা (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মূলত মাদক সেবনের সময় কথাকাটাটির এক পর্যায়ে সেলুন শ্রমিক শফিকুল ইসলামককে (৪০) ছুরিকাঘাতে হত্যা করে মাসুদ। গ্রেফতার মাসুদ শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকার মৃত আলিমুদ্দীনের ছেলে।

গতকাল বুধবার (১১ মে) বিকেলে শাকপালা এলাকা থেকে মাসুদকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার গণমাধ্যেমে এসব তথ্য জানিয়েছেন শাজাহানপুর থানাধীন কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সৈকত হাসান।

তিনি জানান, শফিকুল ও মাসুদ রানা দুজন এক সাথে মাদক সেবন করতো। গত ৯ মে রাতে তারা এক সাথে মাদক সেবন করতে শাকপালা পশ্চিমপাড়া এলাকায় একটি ডোবার পাশে যায়। সেখানে মাদক সেবনের এক পর্যায়ে শফিকুলের সাথে মাসুদের কথা কাটাকাটি হয়। এসময় মাসুদের কাছে থাকা ছুরি দিয়ে শফিকুলকে উপর্যুপরি আঘাত করে খুন করে। পরে তার লাশ ওই ডোবায় ফেলে পালিয়ে যায় মাসুদ। এরপর বুধবার দুপুর ১২টার দিকে ওই ডোবা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত মাসুদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print