ডিসেম্বর ১, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ

স্ত্রীর করা যৌতুক মামলায় দণ্ড পাওয়া পলাতক আসামি গ্রেপ্তার

লালমনিরহাটের কালীগঞ্জে স্ত্রীর করা যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আখিরুল আজিম আলো (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাতে ঢাকা ডিবি পুলিশ সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়রা জানান, স্ত্রী ফিরোজা খাতুন লিমার করা যৌতুক মামলায় আদালত আখিরুল আজিম আলো কে দেড় বছর দণ্ড দেন। তারপর থেকে তিনি পলাতক ছিলেন। শুক্রবার রাতে গ্রেপ্তারের পর আজ শনিবার তাকে আদালতের মাধ্যমে লালমনিরহাটে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, আখিরুল আজিম আলো ২০১৭ সালে স্ত্রীর দায়ের করা যৌতুক নিরোধ আইনে বিজ্ঞ আদালত আলোকে দেড় বছরের কারাদণ্ডের রায় প্রদান করেন। এরপর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাকে শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print