অক্টোবর ১, ২০২৫ ৪:২২ পিএম

কাতার বিশ্বকাপের মহারণে

স্বপ্ন পূরণে মাঠে নামবে মেসিরা, ব্রাজিল সমর্থকদের শেষ ভরসা ফ্রান্স

স্বপ্ন পূরণে মাঠে নামবে মেসিরা, ব্রাজিল সমর্থকদের শেষ ভরসা ফ্রান্স
স্বপ্ন পূরণে মাঠে নামবে মেসিরা, ব্রাজিল সমর্থকদের শেষ ভরসা ফ্রান্স। ছবি: সংগৃহীত

আজ (১৮ ডিসেম্বর) কাতার বিশ্বকাপে ‘অমরত্বের’ লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা বনাম ফ্রান্স। লুসাইল আইকনিক স্টেডিয়ামে রাত ৯টায় লড়বে জনপ্রিয় এ দুটি দল। আর এই মহারণের মধ্য দিয়ে পর্দা নামবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’।

কাতার বিশ্বকাপের ফাইনাল খেলাকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ায় তুমুল আলোচনা চলছে। সে তালিকায় পিছিয়ে নেই লাল-সবুজের বাংলাদেশ। কার হাতে উঠবে সোনালি জাদুর ট্রফি? বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি নাকি তরুণ তুর্কি এমবাপ্পের হাতে। সেই আলোচনায় এখন রুপ নিয়েছে ‘টক অব দ্য ক্যান্ট্রি’তে।

গেল বুধবার ক্রোশিয়াকে কাঁদিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আলবিসেলেস্তারা। অন্যদিকে আফ্রিকার দেশ মরক্কোকে বিদায় করে আবারো ফাইনালের মঞ্চে পৌঁছেছে ফ্রান্স।

তবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ান ব্রাজিল কাতার বিশ্বকাপে সমর্থকদের মন যোগাতে পারেনি। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ক্রোশিয়ার সঙ্গে ট্রাইবেকারে শোচনীয় হারে ঘরে ফেরার বিমান ধরেছেন। সেসময় নেইমার ভক্তদের মন ভাঙলেও আজকের ফাইনালে আকাশী-সাদা শিবিরের বিপক্ষেই দাঁড়াবেন। এখন তাদের শেষ ভরসা বর্তমান চ্যাম্পিয়ান ফ্রান্স।

বিষয়টি নিয়ে বগুড়ার ব্রাজিল দলের সমর্থক রাব্বী হাসান বলেন, ‘বাংলাদেশে ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থক তুলনামূলক বেশি। তাই আমাদের মাঝে আলোচনাটাও বেশি। কিন্তু ব্রাজিল কোয়ার্টারে হেরে গেলেও আর্জেন্টিনা ফাইনালে পৌঁছে গেছে। এতে আমরা খানিকটা লজ্জাজনক পরিস্থিতিতে পরে গেছি। এজন্য আমরা মনে প্রাণে চাইব, আর্জেন্টিনার সঙ্গে ফ্রান্স জিতুক।’

ব্রাজিল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে ‘বিশ্ব ভ্রমণে’ নেমেছে জানিয়ে আর্জেন্টিনা সমর্থক তাজমিলুর রহমান জানিয়েছেন, ‘দেখুন, ব্রাজিল টুর্নামেন্টের মাঝ পথ থেকে বিদায় নিয়েছে। মূলত এরপর থেকেই তারা বিশ্ব ভ্রমনে নেমেছে। কখনো ক্রোশিয়া, কখনো মরক্কো আবার কখনো বা ফ্রান্সকে সর্মথন করছেন। কিন্তু আমরা জানি, তাদের এসব তালবাহানা এক মেসিই নসাৎ করে দেবে। আর এর মধ্য দিয়ে আর্জেন্টিনা ফুটবল দল তাদের জার্সিতে তিন তারকা বহন করবে।’

এদিকে আকাশী-সাদা সর্মথকেরা অধীর আগ্রহে স্বপ্ন পূরণের প্রহর গুনছেন। তাদের একটাই চাওয়া, মেসির শেষ বিশ্বকাপটি রঙিন আলোয় আলোকিত হোক।

এনসিএন/এআইএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print