বগুড়ায় হোটেল শ্রমিকের রহস্যজনক মৃত্যুতে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
বুধবার (৩১ আগস্ট) বেলা ১২টার দিকে বগুড়া শহরের সাতমাথায় মানবন্ধন করেছে জেলা হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, গতকাল মঙ্গলবার চারমাথা ভবের বাজারের শ্যালমী হোটেল এন্ড রেষ্টুরেন্টের কর্মরত শ্রমিক লেবু মিয়ার রহস্যজনক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কেননা কর্মক্ষেত্রে এই অস্বাভাবিক মৃত্যু আগামীতে অন্যান্য শ্রমিকদের দুশ্চিন্তার কারণ হবে। কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হয়।
তারা আরও বলেন, হোটেল শ্রমিক লেবু মিয়া হত্যা রহস্য আগামী ২৪ ঘন্টার মধ্যে উন্মোচন ও ৭২ ঘন্টার মধ্যে দোষী ব্যক্তিদের গ্রেফতার করা না হলে আমাদের এই আন্দোলন আরো জোরদার হবে। লেবু হত্যার দৃষ্টান্তমূলক বিচার নিয়েই আমরা ঘরে ফিরব।
এর আগে মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ৯টায় বগুড়া সদরের ভবের বাজার থেকে লেবু মিয়া (২৩) নামে এক হোটেল শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার শ্যামলী হোটেল এন্ড রেস্টুরেন্টের কারিগর ছিলেন।
এদিন মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সভাপতি জহুরুল ইসলাম, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক আল মামুন, জেলা হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আল আমিন, দপ্তর সম্পাদক জাহিদসহ অনেকেই।
এনসিএন/এআইএ
