ডিসেম্বর ১, ২০২৫ ২:১৫ অপরাহ্ণ

৩শ’ ফুট গভীর খাদে সেনাবাহিনীর ট্রাক, নিহত ৫

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় সেনাবাহিনীর একটি ট্রাক রাস্তা থেকে পিছলে ৩০০ ফুট গভীর খাদে পড়ে ভারতের পাঁচ সেনা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কয়েকজন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

প্রতিবেদন বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ভারতীয় সেনাবাহিনী ১৬ কর্পস জানিয়েছে, হোয়াইট নাইট কর্পসের সব সদস্য পুঞ্চ সেক্টরে অপারেশনাল দায়িত্ব পালনের সময় একটি গাড়ি দুর্ঘটনায় পাঁচজন সাহসী সৈন্যের মর্মান্তিক মৃত্যুর জন্য গভীর শোক প্রকাশ করছেন।

ভারতের সেনাবাহিনী জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে। আহত সেনা সদস্যরা চিকিৎসাসেবা পাচ্ছেন। এ ছাড়া দ্রুত সাড়াদান দলের সেনা সদস্য ও জম্মু-কাশ্মীরের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন চালক। আর এর ফলেই ঘটে এই বিপত্তি। পুঞ্চের মেনধারের বালনোই এলাকার ওপর দিয়ে যাচ্ছিল সেনাবাহিনীর গাড়িটি। নিকটেই ছিলো পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখা। আর ওই এলাকা দিয়ে যাওয়ার সময় আচমকা একেবারে গভীর খাদে পড়ে যায় গাড়িটি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print