দেশে করোনায় আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৭১ জনে।
দেশে ২৪ ঘন্টায় সবথেকে বেশি ঢাকা বিভাগে মারা গেছে ১৪ জন। এ নিয়ে শুধু ঢাকা বিভাগেই মোট মৃতের সংখ্যা ১২ হাজার ৬২০ জন।
একই সময় নতুন করে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ২৬৮ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮ লাখ ৯৯ হাজার ৮০৩ জনে।