গেল কয়েকদিনে রোগী শনাক্তের হার দুই শতাংশ ছাড়িয়েছে। গতদিন এ সংখ্যাটি ছিলো ১ দশমিক ১৪।
এছাড়া করোনায় আক্রান্তের পরিমাণও গতদিনের তুলনায় বেড়েছে। শনিবার করোনায় আক্রান্ত হয়েছিলেন ৭১ জন। আজ রোববার আক্রান্ত হয়েছেন ১০৯ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে যতো লোক করোনায় আক্রান্ত হয়েছেন তার থেকে কম লোক সুস্থ হয়েছেন। তবে গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এমনকি আগের ২৪ ঘণ্টায়ও এ সংখ্যা ছিলো শূন্য।
রোববার (১২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে মোট ৫ হাজার ২৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৪ হাজার ১১৫ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ।
সরকারি হিসাবে করোনার সংক্রমণে মোট ২৯ হাজার ১৩১ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ৯১ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৯ লাখ ৫ হাজার ২২৬ জন। শনাক্ত বিবেচনায় দেশে মোট সুস্থতার হার ৯৭ দশমিক ৫০ শতাংশ।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।