বগুড়া জেলা পুলিশে ইন্সপেক্টর পদে রদবদল করা হয়েছে। এতে বগুড়া পুলিশ কন্ট্রোল রুম ইনচার্জ হাসান বাসিরকে বগুড়া সদর থানার ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া বগুড়া সদর থানার ওসি এস,এম মঈনুদ্দীনকে শেরপুর থানার এবং শেরপুর থানার ওসি শফিকুল ইসলামকে শাজাহানপুর থানার ওসি হিসেবে নিযুক্ত করা হয়েছে।
সোমবার (১৯ মে) রাতে জেলা পুলিশ সুপার জেদান আল মূসা স্বাক্ষরিত এক অফিস আদেশে রদবদলের বিষয়টি জানা গেছে।
জেলা পুলিশ সুপার জেদান আল মূসা বলেন, নিয়মিত বদলির অংশ হিসেবে এ রদবদল করা হয়েছে।