মার্চ ১৮, ২০২৫ ৪:৩৩ পিএম

৪ জুন থেকে শুরু হচ্ছে বুস্টার ডোজ ক্যাম্পেইন

কোভিড বুস্টার ডোজ
কোভিড বুস্টার ডোজ। ছবি: মাল্টা টুডে

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪ থেকে ১০ জুন দেশব্যাপী কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ সপ্তাহ উদযাপন করা হবে।

আজ মঙ্গলবার (৩১ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদূর্ধ্ব সব নাগরিক তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে।

এতে আরও বলা হয়, সাত দিনের যেকোনও দিন নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে বুস্টার ডোজ গ্রহণ করা যাবে। তাছাড়া সব টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। ভ্যাকসিন গ্রহণের জন্য টিকা কার্ডটি অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print