বগুড়ায় আদালত চত্ত্বর থেকে হাতকড়া খুলে দুঃসাহসিকভাবে পালানো আসামি শাহীন ওরফে মিরপুরকে (১৯) ১৭ ঘণ্টার অভিযানের পর আবারও গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সাবগ্রাম হাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত শাহীন বগুড়া সদর উপজেলার সাবগ্রাম চাঁনপাড়া এলাকার নুর আলমের ছেলে।
বগুড়া জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ইকবাল বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্ত্বর থেকে হাজিরা শেষে প্রিজন ভ্যানে তোলার মুহূর্তে হাতকড়া খুলে পালিয়ে যায় শাহীন। ঘটনাটি জানাজানি হতেই পুলিশ তার সম্ভাব্য অবস্থান শনাক্তে তৎপরতা বাড়ায়।
এর আগে, গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় শহরের আকবরিয়া হোটেল সংলগ্ন এলাকায় সন্দেহজনক ঘোরাফেরার কারণে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজিরা দেওয়া হয় তাকে। আর সেই হাজিরা শেষে সন্ধ্যায় প্রিজন ভ্যানে ওঠানোর সময়ই ঘটে পালানোর ঘটনা।
ডিবির ইনচার্জ ইকবাল বাহার বলেন, “আদালত চত্ত্বর থেকে পালানোর পরপরই বিভিন্ন মাধ্যমে তার অবস্থান নিশ্চিতের কাজ শুরু হয়। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভোর থেকে অভিযান জোরদার করা হয় এবং সকালে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।”