ডিসেম্বর ১৩, ২০২৫ ১২:০০ অপরাহ্ণ

এই টাকা অনুগ্রহ নয়, এটা আপনাদের অধিকার : চেক বিতরণে বিআরটিএ চেয়ারম্যান

দুর্ঘটনায় নিহত ও আহত যারা এই টাকাটা পাবেন এটা তাদের জন্য অনুগ্রহ নয়। এটা আপনাদের অধিকার। আমরা আপনাদের অধিকার দেওয়ার জন্য বসে আছি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। 

বৃহষ্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২৬ পরিবারকে বিআরটিএ ট্রাস্টি বোর্ড থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত বা গুরুতর আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের জন্য বিশেষ ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। এর মাধ্যমে নিয়মিতভাবে আবেদন যাচাই-বাছাই করে টাকা বিতরণ করা হচ্ছে। খুব শিঘ্রই নিহত ও আহতদের পরিবার সদস্যরা অনলাইনের মাধ্যমে এই আবেদন করতে পারবে।

তিনি আরও বলেন, যেখানেই দুর্ঘটনার সংবাদ পাওয়া যাবে, সেখানেই বিআরটিএর কর্মকর্তারা যাবেন। সেখানে ক্ষতিপূরণের ফরম সরাসরি পরিবারের সদস্যদের হাতে পৌঁছে দিবেন। এছাড়াও দুর্ঘটনার পর এই ক্ষতিপূরনের জন্য একমাসের মধ্যে আবেদন করার নিয়ম আছে, সেটি বাড়িয়ে দুই মাস করা হবে।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিআরটিএ’র যুগ্নসচিব রুবাইয়াৎ-ই-আশিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রে জান্নাত আরা তিথি, অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, বিআরটিএ রাজশাহী বিভাগের পরিচালক পার্কন চৌধুরী, নওগাঁ বিআরটিএ’র সহকারী পরিচালক রাশেদুজ্জামন, মটরযান পরিদর্শক শরীফুল ইসলাম, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি ও নিরাপদ সড়ক চাই এর সভাপতি রায়হান আলম, নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি সৈয়দ রেজাউল মোস্তফা কালিমী বাবুসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে নিহত ১৮ পরিবারের মাঝে ৫ লাখ টাকা করে, গুরুতর আহত এক পরিবারকে ৩লাখ ও আহত ৭ পরিবারকে ১ লাখ টাকা করে মোট ১ কোটি টাকার চেক প্রদান করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print