বগুড়ার নন্দীগ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। নন্দীগ্রাম উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়।
দিবসটি উপলক্ষে ৯ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা’র সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক অফিসার সুলতানা আকতার বানু’র সঞ্চালনায় জয়িতা সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়, উপজেলা প্রকৌশলী নুরনবী খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস, এম সারোয়ার জাহান, উপজেলা পরিসংখ্যান অফিসার রবিউল ইসলাম, উপজেলা সমবায় অফিসার ঝরনা রানী দেবনাথ, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী শুভ্র বসাক।
নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, জয়িতা হোসনে আরা প্রমুখ। আলোচনা সভা শেষে ৫ ক্যাটাগরীর জয়িতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। তাঁরা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী শ্রীমতী রাখি রানী, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী রিজু তামান্না, সফল জননী নারী হোসনে আরা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী হাওয়া সাথী আক্তার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ফারহানা ইয়াসমিন।