মে ২০, ২০২৪ ১০:৩৫ পিএম

নভেম্বরের পর বন্ধ করোনার প্রথম ও দ্বিতীয় ডোজ

করোনা টিকা্
করোনা টিকা। ছবি- সংগৃহীত

স্বাস্থ্য অধিদপ্তরের করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক জানিয়েছেন, নভেম্বরের পর করোনার প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা আর দেওয়া হবে না। এরপর শুধু বুস্টার ডোজের কার্যক্রমই চলমান থাকবে।

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে তিনি এ বিষয়টি নিশ্চিত করেছেন।

শামসুল হক বলেন, টিকা নেওয়ার ক্ষেত্রে মানুষের গড়িমসি লক্ষ্য করা যাচ্ছে। সরকার অনেক টাকা খরচ করে টিকা এনেছে। কিন্তু অনেকেই টিকা নিচ্ছে না।

তিনি আরও বলেন, নভেম্বরের পর করোনার প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে না। তখন কেউ যদি বলেন আমাকে টিকা দেন, আমরা আর দিতে পারবো না। কারণ আমাদের হাতে তখন টিকা থাকবে না। এছাড়া ওই সময়ে টিকার মেয়াদ শেষ হয়ে যাবে। আর নতুন করে টিকা কেনার সম্ভাবনাও কম। তবে বুস্টার ডোজ কার্যক্রম চলমান থাকবে।

শামসুল হক বলেন, আগস্ট থেকে ৫ থেকে ১১ বছর বয়সীদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে।

তিনি আরও বলেন, টিকা দেওয়ায় দেশে করোনা আক্রান্তের হার কমে গেছে, মৃত্যু কমে গেছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print