মে ২০, ২০২৪ ৭:৫৪ পিএম

ফাইজারের টিকা পাবে ৫-১২ বছর বয়সীরা

ফাইজারের টিকা পাবে ৫-১২ বছর বয়সীরা
ফাইজারের টিকা পাবে ৫-১২ বছর বয়সীরা। ছবি: এনসিএন

জন্ম নিবন্ধনের মাধ্যমে পাঁচ থেকে ১২ বছর বয়সী শিশুদের ফাইজারের করোনা টিকা দেওয়া হবে। টিকা নেওয়ার জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে।

সোমবার (২৭ জুন) দুপুরে রাজধানীতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা বলেন।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, যাদের জন্ম নিবন্ধন নেই, তাদের দ্রুত সময়ের মধ্যে জন্মনিবন্ধন করে নেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানাচ্ছি। এছাড়া কোরবানির পশুর হাটে স্বাস্থ্য বিধি অনুসরণ করে চলার আহ্বান জানান সেব্রিনা ফ্লোরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print