ডিসেম্বর ১৩, ২০২৫ ১২:০৩ অপরাহ্ণ

বগুড়ায় খড় বোঝাই নছিমনে আগুন

বগুড়ার নন্দীগ্রামে খড় বোঝাই নছিমনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার রাত ১০টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে রাতে নন্দীগ্রামে ট্রাকে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, রাত ১০ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাসষ্ট্যান্ড এলাকায় হেলমেট পরিহিত একদল দূর্বৃত্তরা খড় বোঝাই নছিমনে আগুন দিয়ে পালিয়ে যায়। সংবাদ পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

তিনি বলেন, ‘দুর্বৃত্তরা ছোট একটি নছিমনে আগুন দিয়েছিল। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভানো হয়েছে। নাশকতাকারীদের গ্ৰেপ্তার করতে পুলিশ অভিযানে নেমেছে।’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print