মে ২০, ২০২৪ ৮:১৫ পিএম

বগুড়ায় এক দিনের ব্যবধানে করোনা শনাক্ত বেড়েছে ১৩ শতাংশ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ায় এক দিনের ব্যবধানে করোনা শনাক্তের হার বেড়েছে ১০ শতাংশ।

গত শনিবার জেলায় ২৭ জনের নমুনা পরীক্ষা করে একজনের দেহে করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ৩ দশমিক ৫ শতাংশ। লম্বা সময় পর গত শনিবার করোনায় আক্রান্ত হয়ে মোহাম্মদ আলী হাসপালে একজন ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন।

এক দিনের ব্যবধানে রোববার করোনা শনাক্তের হার সাড়ে ৩ শতাংশ থেকে ১০ শতাংশ বেড়ে বৃদ্ধি পেয়ে ১৩ শতাংশে উঠেছে।

জেলা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান বিভাগের সূত্র অনুযায়ী, রোববার জেলায় ২৩ জনের দেহে করোনা পরীক্ষা করে ৩ জনের দেহে কারোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতলের উপ-পরিচালক এ.টি.এম নুরুজ্জামান জানান, এক সময় ২৫০ শয্যার মোহাম্মদ আলী হাসপাতালকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করা হয়েছিল। এখন করোনা বাড়তে শুরু করেছে। তাই এই হাসপাতালে একটি ওয়ার্ডকে করোনা রোগীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

সবাইকে স্বাস্থ্য সচেতন হওয়ার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘জনগনকে মাস্ক পারর অভ্যাস করতে হবে। জনগন সচেতন না হলে করোনা দ্রুত ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে। যাদের দেহে করোনা শনাক্ত হয়েছে তারা বাসায় চিকিৎসা নিচ্ছেন।’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print