মে ২০, ২০২৪ ৯:৪৭ পিএম

বগুড়ায় শনাক্তের হার ২৩ দশমিক ৮২ শতাংশ

ছবিঃ ইন্টারনেট
ছবিঃ ইন্টারনেট

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ৩৮২ নমুনায় ৯১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ২৩ দশমিক ৮২ শতাংশ। তবে বগুড়ায় নতুন করে করোনায় কারও মৃত্যু ঘটেনি।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখানবিদ শাহেরুল ইসলাম খান।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) ও টিএমএসএস কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করে ৭০জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া এন্টিজেন পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৮ জন এবং বাকি ৩ জন জিন এক্সপার্ট মেশিনের পরীক্ষায় শনাক্ত হয়েছেন।

নতুন ৯১ জনের মধ্যে বগুড়া সদরের ৬৫ জন, শাজাহানপুরে ১২, গাবতলী ৩ জন, শিবগঞ্জ ৩ জন, ধুনট ৩ জন, আদমদীঘি ৩ জন এবং বাকি দুইজন দুপচাঁচিয়ার বাসিন্দা।

জেলায় এ পর্যন্ত ১ লাখ ৩৬ হাজার ৮১০টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ২৪ হাজার ৬৪৭ জনের মধ্যে নতুন করে ৬৯ জনসহ সুস্থ হয়েছেন ২১ হাজার ৮২২ জন। নতুন করে কেউ মারা যায়নি। মোট মৃত্যু ৬৯৭ জনে অপরিবর্তিত রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print