বগুড়ার আলোচিত পলিটেকনিক শিক্ষার্থী আল জামিউ বনি (২২) হত্যাকান্ডের প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (২ জুলাই) রাত সাড়ে ১২টায় রাজশাহী শহরের সাগরপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, বগুড়া শহরের কলোনি এলাকার আজিজ শেখের ছেলে আরিফ শেখ (২৮)। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, অবৈধভাবে জমি দখলসহ একাধিক মামলা রয়েছে।
আরো পড়ুনঃ বনি হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটাম
রোববার (৩ জুলাই) সকালে নিজ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম।
এসময় তিনি বলেন, গেল ৩ জুন (শুক্রবার) সন্ধ্যায় নিহত বনি তার বান্ধবীকে সঙ্গে নিয়ে শহরের কলোনী এলাকায় একটি রেস্টুরেন্টে খেতে যায়। তখন আসামি আরিফ তার বান্ধবীকে উত্ত্যক্ত করে। এর প্রতিবাদ করলে বনির সঙ্গে আরিফের বাগবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে সে মেজাজ হারিয়ে বনির মাথা ও বুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে বনিকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার প্রথমে মোহাম্মাদ আলী হাসপাতাল ও পরে শজিমেক হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক বনিকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুনঃ বগুড়ায় বনির হত্যাকারীদের গ্রেফতার দাবীতে মানববন্ধন
এ ঘটনার পরদিন নিহত শিক্ষার্থী বনির বাবা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় বগুড়া শহরের কলোনী লতিফপুর এলাকার আরিফ ওরফে বিহারী আরিফ (২৮) এবং সোহানকে (৩৫) প্রধান আসামী করেন।
প্রকাশ্য দিবালোকে বনি হত্যার ঘটনাটি শহরজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করে। মূলত এরপরই এলিট ফোর্স র্যাব হত্যার রহস্য উন্মোচন ও অভিযুক্ত আসামিদের ধরতে বিশেষ নজরদারি দিতে শুরু করে।
আলোচিত এই হত্যাকান্ডের একমাসের দ্বারপ্রান্তে এসে গ্রেফতার হলো প্রধান আসামি আরিফ শেখ। বিষয়টি নিয়ে নজরুল ইসলাম বলেন, ‘বনি হত্যাকান্ডের প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দোষ স্বীকার করেছেন। একই সাথে ঘটনার দিন সে এবং তার বন্ধু সোহান মিলে ধারালো অস্ত্রের আঘাতে বনিকে হত্যা করেন।
এদিকে বনি হত্যা মামলায় গ্রেফতারকৃত আরিফ শেখের বিরুদ্ধে প্রচলিত হত্যা মামলা আইনে ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
এনসিএন/এআইএ
