অক্টোবর ১৭, ২০২৫ ১২:৫৬ এএম

বগুড়া ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটি গঠন

বগুড়া ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির সদস্যবৃন্দরা। ছবি: এনসিএন
বগুড়া ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির সদস্যবৃন্দরা। ছবি: এনসিএন

গত ২৯ অক্টোবর শনিবার বগুড়ার একটি হোটেলে বগুড়া ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় বগুড়া আঞ্চলিক শ্রম দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে আগামী সেশনে তিন বছরের জন্য সভাপতি হিসেবে শ্রী কাজল কুমার কুন্ডু, সিনিয়র সহসভাপতি হিসেবে মতিয়ার রহমান মানিক, সহসভাপতি হিসেবে মহেষ কুমার জালানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হয়।

উক্ত অনুষ্ঠানে শতকরা ৭৭ শতাংশ সদস্যদের উপস্থিতিতে শ্রম আইনের নিয়ম মেনে কমিটি গঠন করতে সাহায্য করেন আঞ্চলিক শ্রম দপ্তর, বগুড়ার কর্মকর্তারা।

আরো পড়ুনঃ বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর কিশোরের আগুনে পোড়ানো লাশ উদ্ধার

কমিটিতে পদ অনুযায়ী সাধারণ সম্পাদক পদে জয়ন্ত কুমার বেবু এবারো একই পদে বহাল থাকেন। কমিটির বাকি সদস্যদেরকে আগামী অভিষেক অনুষ্ঠানে পদ নির্ধারণ করে পূর্ণাঙ্গ কমিটি করে দিবেন নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ।

এদিন অনুষ্টানটি সঞ্চালনা করেন শহিদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন সহসাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শাফি, সাংগঠনিক সম্পাদক শাজাহান আলী রাজা, নতুন পদপ্রার্থী আকাশ আহম্মেদ, ধর্ম বিষয়ক সম্পাদক আজাহার আলীসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দরা।

নতুন এই কমিটি আগামী দিনগুলোতে সুন্দর, সুগঠিত ন্যায়ের সাথে নেতৃত্ব দিবেন বলে বধ্যপরিকর তারা।

এনসিএন/

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print