অক্টোবর ১৭, ২০২৫ ১১:৫০ এএম

বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর কিশোরের আগুনে পোড়ানো লাশ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ার গাবতলীতে নিখোঁজের ৪ দিন পর কিশোরের আগুনে পোড়ানো লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

উদ্ধারকৃত লাশটি উপজেলার পাড়ানিপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে মোঃ আরিফ রহমান।

১৩ বছর বয়সী আরিফ পেশায় একজন অটোরিকশা চালক। পূর্ব শত্রুতার জের ধরে তাকে ধানক্ষেতের মধ্যে পুড়ে হত্যা করেছে প্রতিপক্ষ বলে দাবি পরিবারের।

পরিবারের লোকজন জানান, নিহত আরিফ গত ২৮ অক্টোবর বিকেল ৪টায় বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পর মঙ্গলবার( ১ নভেম্বর) তার মৃতদেহ তারই বাড়ির দক্ষিণে কাটলাহার বিলের পূর্ব পাশে ধানক্ষেতে পাওয়া যায়।

পরিবার আরও জানান, স্থানীয় এক ব্যক্তি ঘাস কাটতে গিয়ে আরিফের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেয়।

এ ব্যাপারে থানার ওসি সনাতন চন্দ্র সরকার জানান, মৃতদহে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে, ময়নাতদন্তের পর হত্যাকান্ডের কারণ জানা যাবে।

তিনি আরও জানান, পুলিশ এই হত্যাকান্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করা হবে।

এনসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print