বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার তালোড়া বাজারে এক মর্মান্তিক ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত আড়াই টার দিকে ৫ থেকে ৭ জন অজ্ঞাতনামা ডাকাত হিমু পোদ্দার আগরওয়ালার (৬২) বাড়িতে হানা দেয়।
জানা যায়, ডাকাতরা ঘরের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে বাড়িতে থাকা দুই ভাই ও তিন বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে। পরে তারা নগদ প্রায় ২ থেকে ৩ লক্ষ টাকা, তিনটি মোবাইল ফোন ও মূল্যবান আসবাবপত্র লুট করে নিয়ে যায়।
ডাকাতির সময় বড় বোন বিমলা পোদ্দার (৬৭) কে শ্বাসরোধে হত্যা করা হয়। ভোররাত সাড়ে ৪টার দিকে ডাকাতদল ঘটনাস্থল ত্যাগ করে বলে এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে।
উল্লেখ্য, ওই বাড়িতে পাঁচ ভাইবোন একসাথে বসবাস করতেন। তারা চাল ও ভূষির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সবাই অবিবাহিত, অসুস্থ এবং তাদের মধ্যে দুজন শারীরিকভাবে প্রতিবন্ধী বলে জানা গেছে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, “প্রাথমিক ভাবে পুলিশের ধারণা এটি একটি পরিকল্পিত ডাকাতির ঘটনা৷ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।দ্রুত এঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের কাজ করছে পুলিশ।