অক্টোবর ১, ২০২৫ ১০:০৪ পিএম

২ প্রতিষ্ঠানকে সাকিবের লিগ্যাল নোটিশ, চাইলেন ক্ষতিপূরণ 

সাকিব আল হাসান।
সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও ব্রান্ড অ্যাম্বাসেডর চুক্তি ব্যবহার করায় বাংলালিংক ও যমুনা ব্যাংককে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। লিগ্যাল নোটিশে ক্ষতিপূরণ দাবি করা হয়েছে প্রায় ৬ কোটি টাকা।

রোববার (২৪ জুলাই) সাকিবের পক্ষে লিগ্যাল নোটিশ পাঠান ব্যারিস্টার আশরাফুল হাদী। সাকিবের সঙ্গে বাংলালিংক চুক্তি করে ২০১৪ সালের জানুয়ারি মাসের শেষের দিকে। চুক্তিতে শর্ত ছিল মেয়াদ শেষে আর সাকিবের ছবি ব্যবহার করতে পারবে না বাংলালিংক। চুক্তির মেয়াদ শেষ হয় ২০১৬ সালের জানুয়ারিতে।

লিগ‌্যাল নোটিশে বলা হয়েছে, বাংলালিংক চুক্তি ভঙ্গ করে যমুনা ব্যাংককের এটিএম বুথসহ অন্যান্য জায়গায় সাকিবের ছবি ব্যবহার করে। এ ধরনের কাজ ঘৃণ্য, বেআইনী ও ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ধারা ২৬, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৪৪, কপিরাইট আইন ২০০০ এর ধারা ৮২, দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ৪০৬, ৪২০ লঙ্ঘন। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও কপিরাইট আইনে সাকিবের পক্ষ থেকে লিখিত জবাব দাবি করা হয়েছে।

নোটিশে আরও উল্লেখ আছে, ক্ষতিপূরণ হিসেবে ৫ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা দাবি করা হয়েছে। পাশাপাশি সাকিবের ছবি ও স্বাক্ষর সংবলিত সব ধরনের ছবি প্রচার থেকে বিরত থাকতে হবে ও বাজার থেকে তা তুলে নিতে হবে।

সূত্র- সময় টিভি নিউজ
এসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print