মে ৭, ২০২৪ ৭:০৫ এএম

মাছের সাথে এ কেমন শত্রুতা; শেরপুরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করার অভিযোগ উঠেছে।

অভিযুক্তরা হলেন ওই গ্রামের ইয়াছিন আলীর ছেলে ইয়াকুব আলী (৩০), মৃত জনাব আলীর ছেলে আব্দুস সাত্তার (৫৫), শ্রী ভুট্টো এর ছেলে রামকৃষ্ণ (৩০), নূর হোসেনের ছেলে আব্দুল মজিদ (৪০), মৃত মকবুল হোসেনের ছেলে আকবর হোসেন (৪৩), সাহেব আলী (৬৫), আব্দুল সাত্তারের ছেলে হাকিম (৩৫)।

বৃহস্পতিবার দিবাগত রাতে শিয়ালবর্ষ গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে ও মাছ চাষি মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত এগারোটার দিকে তার মাছ চাষ করা পুকুরের মাছ দেখতে গিয়ে অভিযুক্তদের পুকুরের পারের ওপর দিয়ে ঘুরতে দেখে। রাত্রে সাড়ে এগারোটার দিকে সে বাসায় চলে আসে। সকালবেলা পুকুর পাড়ের বসবাসরত ইব্রাহিম তাকে মোবাইলে জানায় পুকুরের মাছ মারা যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় পুকুরে সব মাছ মরে ভেসে উঠেছে। এতে পুকুরে থাকা প্রায় তিন লক্ষ টাকার বিভিন্ন জাতের মাছ সবগুলোই মরে ভেসে উছেছে। এ ঘটনায় শুক্রবার বিকেলে মাছ চাষি মিজানুর রহমান বাদি হয়ে ৭জনকে অভিযুক্ত করে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, এখনও অভিযোগ পাইনি পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print