মে ১৫, ২০২৫ ১১:৩৭ পিএম

শাজাহানপুর-পৌরসভার রাস্তায় মরা গরু, দূর্গন্ধে অতিষ্ঠ পথচারী

বগুড়ার শাজাহানপুর উপজেলা বর্ধিত অংশ ও পৌরসভার ২১নং ওয়ার্ডের দ্বিতীয় বাইপাস সড়কের সুজাবাদ-করতোয়া ব্রিজের পশ্চিম পাশে মরা গরু দূর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে পথচারী ও স্থানীয় এলাকাবাসীরা। 

জানাগেছে, গত ৩/৪ দিন আগে ট্রাকে গরু পরিবহনের সময় সম্ভবত গরুটি মারা যায়। পরে মরা গরুর মাথা সড়কের পাশে বেঁধে ট্রাক টান দিলে গরুর নিথর দেহ সেখানে পড়ে যায়। এরপর থেকে সেখানেই পঁচে দূর্গন্ধে সৃষ্টি করছে।

এতে করে করে এ রাস্তাটি দিয়ে চলাচলরত শিক্ষার্থী ও পথচারী মরা গরুর প্রকট দূর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে।

জাকির হোসেন নামে পথচারী জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে স্কুল, মাদ্রাসা, কলেজ পড়ুয়া ছেলে মেয়ে যাতায়াত করে।এভাবে মরা গরু ফেলে রাখার কারনে প্রকট দূর্গন্ধে সাধারন মানুষের নাজেহাল অবস্থা।নাকে রুমাল চেপেও লোকজন যাতায়াত করতে পারছেনা।

২১নং ওয়ার্ড সাবেক কাউন্সিল রুহুল কুদ্দুস ডিলু এ বিষয়ে জানান, মরা গরু যে অংশ পড়ে আছে সেটা আমার সীমানা মধ্যে পড়ে না।তারপরও শাজাহানপুরের ইউএনও ও পৌরসভার প্রশাসক মহোদয়কে বিষয়টি জানালে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

বগুড়া পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার এর উপপরিচালক মাসুম আলী বেগ সঙ্গে এ বিষয়ে মোবাইলে একাধিক বার যোগাযোগ করলে তার বক্তব্য পাওয়া যায় নি।

এদিকে মরা গরু ফেলে এলাকার পুরো পরিবেশ নস্ট করে ফেলছে।সাধারন জনগনকে এ দূর্ভোগ থেকে বাঁচাতে বিষয়টির প্রতি যথাযথ ব্যাবস্থা নিতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী সহ সচেতন মহল।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print