মে ১০, ২০২৪ ৭:৫২ এএম

সান্তাহারে ট্রেনে অভিযান চালিয়ে ৯৭ বোতল ফেনসিডিল ও গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনে অভিযান চালিয়ে ৯৭ বোতল ফেনসিডিল ও দেড় কেজি গাঁজাসহ চার নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ।

বুধবার দুপুরে তাদের আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার চক গোবিন্দডাঙ্গাপাড়া গ্রামের বাবুল হোসেনের স্ত্রী সালমা আকতার (৫৩), একই গ্রামের মৃত বাহার আলীর মেয়ে শিউলি বেগম (৪০) ও মোখলেসের মেয়ে মোরশেদা (৪৫) এবং মৃত মোকলেসের স্ত্রী সানোয়ারা বিবি (৭০)।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, মঙ্গলবার রাতে বুড়িমারী থেকে সান্তাহার স্টেশনগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চার নারীকে সন্দেহ মনে হওয়ায় তাদের তল্লাশি করা হয়। এসময় মাদক কারবারি সালমা আকতারের কাছে থেকে ৩৪ বোতল, শিউলি বেগমের কাছে থেকে ৩৫ বোতল ও মোরশেদার কাছে থেকে ২৮ বোতল নিষিদ্ধ ফেনসিডিল এবং সানোয়ারা বিবির কাছে থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print