মে ২০, ২০২৪ ৮:১৫ পিএম

স্বাস্থ্যঝুঁকি নিয়েই পালিত হলো পোড়াদহ মেলা

স্বাস্থ্যঝুঁকি নিয়েই মেলায় এভাবেই নাতনীদের নিয়ে ঘুরছেন নানা। ছবি: এন সি এন
স্বাস্থ্যঝুঁকি নিয়েই মেলায় এভাবেই নাতনীদের নিয়ে ঘুরছেন নানা। ছবি: এন সি এন

স্বাস্থ্যঝুঁকি নিয়ে মুখে মাস্কহীন অবস্থায় এভাবেই ঘুরতে দেখা গেছে দুই নানাসহ দুই নাতী নাতনী। 

আজ মঙ্গলবার কোন রকম প্রশাসনিক অনুমতি ছাড়ায় অনুষ্ঠিত হয় ৪০০ বছরের পুরোনো ঐতিহাসিক পোড়াদহ মেলা। কিন্ত মেলায় স্বাস্থ্যবিধির কোন বালাই চোখে পড়েনি। কারোও মুখে ছিলো না মাস্ক। ছিলোনা কোন ধরণের সামাজিক দূরত্ব।

একে অপরের সাথে ঘেষাঘেষি করেই যেন পার হলো সারাটাদিন। এদিকে দেশে প্রতি নিয়তই বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার। এসকল কিছু তোয়াক্কা করেই যেন চলছে এবারের পোড়াদহ মেলা।

আজ বেলা ১২টায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আহমেদ মেলা বন্ধের নির্দেশ দিলে সেই নির্দেশ তোয়াক্কা না করেই চলছিলো মেলা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print