মে ২০, ২০২৪ ৭:১৮ পিএম

শাজাহানপুরে কোভিড-১৯ সংক্রমণ রক্ষায় মাস্ক পরিধানে ইউএনও’র আহবান

শাজাহানপুরে কোভিড-১৯ সংক্রমণ রক্ষায় মাস্ক পরিধানে ইউএনও'র আহবান
শাজাহানপুরে কোভিড-১৯ সংক্রমণ রক্ষায় মাস্ক পরিধানে ইউএনও'র আহবান। ছবি: এনসিএন

করোনাভাইরাসের এই ঊর্ধ্বমুখী সংক্রমণ প্রবণতার কারণে মন্ত্রিপরিষদ বিভাগ কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির পরামর্শ অনুসারে মাস্ক পরা, জনসমাগম যথাসম্ভব বর্জন এবং কঠোরভাবে স্বাস্থ্যবিধি পালনসহ ছয় দফা নির্দেশনা জারি করেছে।

বগুড়ার শাজাহানপুর উপজেলা প্রশাসন এসব নির্দেশনা বাস্তবায়নে মাঠে কাজ শুরু করেছে।

বুধবার সকালে উপজেলা পরিষদে আগত সেবা প্রত্যাশীদের বাধ্যতামুলকভাবে মাস্ক ব্যবহারে কঠোর অবস্থানের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আহমেদ।

এ সময় তিনি সকল ক্ষেত্রে নো মাস্ক নো সার্ভিজ” বিষয়ে অবহিত করেন।শীঘ্রই প্রশাসনের পক্ষ থেকে সকল স্থানে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে।

তিনি করোনার বিগত দিনের পরিস্থিতি তুলে ধরে বলেন, মেডিকেলে রোগীদের সেবা দিতে চিকিৎসক ও প্রশাসন হিমশিম খেয়েছে। আমরা সেই পরিস্থিতিতে আর যেতে চাই না।মাস্ক ব্যবহারে নিজেকে সুরক্ষিত রেখে অপরকে সুরক্ষিত রাখার আহবান জানিয়েছেন তিনি।

এ সময় উপজেলা প্রশাসন পক্ষ থেকে উপস্থিত সেবা প্রত্যাশীদের মাস্ক পড়িয়ে দেন। এছাড়াও উপজেলা বিভিন্নস্থানে পথচারীদের মাক্স বিতরন করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print