ডিসেম্বর ১০, ২০২৫ ৩:৪৬ পূর্বাহ্ণ

শেরপুরে ছিনতাই হওয়া সয়াবিন তেলের ট্রাক উদ্ধার, ২৪ লাখ টাকার মালামাল জব্দ

ঢাকা-রংপুর মহাসড়কে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই হওয়া বিপুল পরিমাণ সয়াবিন তেল ভর্তি একটি ট্রাক ধাওয়া করে উদ্ধার করেছে শেরপুর হাইওয়ে থানা পুলিশ। এসময় ছিনতাইকারীরা পুলিশের টহল ভ্যানে চাপা দেওয়ার চেষ্টা করে এবং পরে ট্রাক ফেলে পালিয়ে যায় ছিনতাইকারি।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে প্রেস বিজ্ঞপ্তি এসব তথ্য নিশ্চিত করেন শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইছ উদ্দিন। তিনি বলেন, মঙ্গলবার ভোর রাত সোয়া ৪টার দিকে হাইওয়ে পুলিশ ৯৯৯ এর মাধ্যমে একটি জরুরি কল পায়। কলে জানানো হয়, ঢাকা মেট্রো-ট ২০-৪৪৯৯ নম্বরের একটি সয়াবিন তেল বোঝাই ট্রাক মহাস্থান গোকুল এলাকা থেকে ছিনতাই হয়েছে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য জনানো হয়।

বিষয়টি জানার পর শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রইছ উদ্দিনের নির্দেশে সার্জেন্ট মাসুদ রানা, সার্জেন্ট আল আমিন সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-রংপুর মহাসড়কের ঢাকামুখী লেনে রাস্তার পূর্ব পাশে নাবিল রেস্টুরেন্টের সামনে একটি চেকপোস্ট বসান।
চেকপোস্ট ডিউটির সময় ছিনতাই হওয়া ট্রাকটি দেখতে পেয়ে পুলিশ থামার জন্য সংকেত দিলে চালক সিগন্যাল অমান্য করে ঢাকার দিকে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সার্জেন্ট মাসুদ রানা, আল-আমিন টহল দলের অন্যান্য সদস্যরা তৎক্ষণাৎ ট্রাকটির পিছু ধাওয়া শুরু করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাই হওয়া ট্রাকের চালক টহল পুলিশের পিকআপ ভ্যানকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে।

একপর্যায়ে ট্রাকটি গোগা ব্রিজ এলাকায় পৌঁছালে টহল পুলিশ দ্রুত ট্রাকটির সামনে এসে ব্যারিকেড সৃষ্টি করে। পরিস্থিতি বেগতিক দেখে ট্রাক চালক ট্রাকটি রাস্তাতেই ফেলে রেখে পার্শ্ববর্তী জঙ্গলের ভিতরে পালিয়ে যায়।
পুলিশ ছিনতাই হওয়া ট্রাক থেকে মোট ৭০ ড্রাম খোলা সয়াবিন তেল উদ্ধার করে জব্দ করেছে। যার বাজার মূল্য প্রায় চব্বিশ লক্ষ টাকা।

পরে জানা যায়, বগুড়ার শিবগঞ্জ থানা এলাকার মহাস্থানগড় গোকুল ফুটওভার ব্রিজের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের রংপুরগামী লেনে একটি হাইএস মাইক্রোবাসে থাকা ৭-৮ জন ছিনতাইকারী নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ট্রাকটির সামনে ব্যারিকেড দিয়ে এটি ছিনতাই করে নিয়ে যায়।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইছ উদ্দিন বলেন, ছিনতাইকারীদের শনাক্ত করে ধরতে অভিযান অব্যহত রয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

হাইওয়ে পুলিশের এই দ্রুত এবং সাহসী অভিযানে তেল পাচার বা চুরির ঘটনা থেকে রক্ষা পাওয়ায় স্থানীয় মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print