ডিসেম্বর ৯, ২০২৫ ৯:০২ অপরাহ্ণ

বগুড়া-০৪ আসনের এমপি প্রার্থী মোশারফকে এআই দিয়ে ফাঁসানোর চেষ্টা, কোটি টাকার চাঁদা দাবি

বগুড়া-৪ (নন্দীগ্রাম–কাহালু) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনকে কেন্দ্রে রেখে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা। এআই প্রযুক্তি ব্যবহার করে তাঁর অশ্লীল ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে অজ্ঞাত পরিচয়ের একদল ব্যক্তি। এ ঘটনায় তাঁর পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে কাহালু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মোমিন বগুড়া সদর থানায় জিডিটি করেন। বিষয়টি থানার উপপরিদর্শক মেহেদী হাসান নিশ্চিত করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে অজ্ঞাত পরিচয়ে কিছু ব্যক্তি ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে বিএনপি নেতা মোশারফ হোসেনকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। নির্বাচনের সময় ঘনিয়ে আসতেই এসব তৎপরতা আরও বেড়ে গেছে।

গতকাল সকালে বগুড়া সদর থানার উপশহরে নিজ বাসায় অবস্থানকালে তাঁর ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে অজ্ঞাত বিদেশি নম্বর থেকে বার্তা আসে। সেখানে তাঁর কাছে অনৈতিক সুবিধা দাবি করা হয়। দাবি প্রত্যাখ্যান করলে এআই ব্যবহার করে তাঁর নারীর সঙ্গে আপত্তিকর ছবি তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হবে এমন হুমকিও দেওয়া হয়।

বার্তায় সোয়া কোটি টাকার চাঁদা দাবি করা হয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

ঘটনা প্রসঙ্গে সাবেক এমপি ও বিএনপি প্রার্থী মোশারফ হোসেন বলেন, নির্বাচন সামনে রেখে আমাকে কেন্দ্র করে একের পর এক ষড়যন্ত্র করা হচ্ছে। ধানের শীষের পক্ষে সাধারণ ভোটারদের অভাবনীয় সাড়া দেখে গোষ্ঠী বিশেষ ভয় পেয়েছে। তাই আমাকে সামাজিকভাবে হেয় করতে এবং ভোটারদের বিভ্রান্ত করতে অপতথ্য ও অপপ্রচার ছড়ানো হচ্ছে।

তিনি আরও বলেন, সর্বশেষ অজ্ঞাতনামা ব্যক্তিরা এআই প্রযুক্তি ব্যবহার করে নারীর সঙ্গে আমার আপত্তিকর ছবি ভাইরাল করার হুমকি দিয়ে সোয়া কোটি টাকা চাঁদা দাবি করেছে। এটা একটি নোংরা ও অপরাধমূলক তৎপরতা। আমি আইনের আশ্রয় নিয়েছি।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বগুড়া-৪ (নন্দীগ্রাম–কাহালু) আসনে এখন থেকেই উত্তেজনা বাড়ছে। ২০১৮ সালে ধানের শীষ প্রতীকে নির্বাচিত সাংসদ হিসেবে দায়িত্ব পালন করলেও বিএনপির সিদ্ধান্তে পদত্যাগ করায় আসনটি শূন্য হয় এবং ২০২৩ সালে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে আবারও বিএনপির শীর্ষ প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় হয়েছেন মোশারফ হোসেন। সেই সময়েই তাঁর বিরুদ্ধে এ ধরনের হুমকি ও অপপ্রচার শুরু হওয়ায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করছেন এটি ভোটের মাঠে প্রভাব বিস্তারের জন্য পরিকল্পিত অপতৎপরতা।
তবে কারা এই হুমকি দিচ্ছে তা এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

বগুড়া সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।ফেসবুকে ভুয়া আইডি থেকে অপপ্রচারের বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print