সেপ্টেম্বর ১৯, ২০২৫ ১:২৫ এএম

দেশে করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড

ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৪৬ হাজার ২৬৮টি নমুনা পরীক্ষায় ১৫ হাজার ৪৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩৩ দশমিক ৩৭ শতাংশ।

দেশে করোনা শনাক্তের পর থেকে এটিই একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

শুক্রবার (২৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ২৭ শতাংশ।

এদিকে সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩০৮ জন।

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৮ জন পুরুষ এবং ১২ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৫ জন, চট্টগ্রামে ৯ জন, রাজশাহী ও সিলেটে দুজন করে এবং বরিশাল ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

এছাড়া ২৪ ঘণ্টায় করোনা কাটিয়ে সুস্থ্য হয়েছেন ১ হাজার ৩২৬ জন। এখন পর্যন্ত সুস্থ্য হয়েছেন মোট ১৫ লাখ ৬২ হাজার ৩৬৯ জন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print