ডিসেম্বর ৯, ২০২৫ ৯:২০ অপরাহ্ণ

নন্দীগ্রামে গভীর নলকূপের পাহারাদারকে অচেতন করে মিটার চুরি

বগুড়ার নন্দীগ্রামে নাইট গার্ডকে অচেতন করে এক রাতে গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কদমকুড়ি বড়ইচরা শারপুকুর নামক এলাকায় এ চুরির ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ঘটনার দিন রাতেও ওই এলাকার নুর মোহাম্মাদের বড় ছেলে মো. হাফিজ উদ্দিন গভীর নলকূপ পাহারা দেওয়ার জন্য রাতের খাবার দাবার শেষ করে গভীর নলকূপের ঘরে পাহারা দিতে যান। মঙ্গলবার সকালে গ্রামের এক নারী সেখানে কাজ করতে গিয়ে দেখেন, নলকূপের ঘরের সামনে থাকা ট্রান্সফরমারের বোতলগুলো মাটিতে এলোমেলো অবস্থায় পড়ে আছে। সন্দেহ হওয়ায় তিনি স্থানীয়দের খবর দেন।

পরে গ্রামবাসী সেখানে গিয়ে বাহির থেকে তালা ভেঙে ঘরে ঢুকে হাফিজ উদ্দিনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে পরিবারের জিম্মায় নেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে চোরের দল গভীর নলকূপের প্রায় দেড় লক্ষ টাকা মূল্যমানের ৩টি মিটার খুলে নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, মিটার চুরি করতে গিয়ে চোরেরা হাফিজ উদ্দিনকে অচেতন করে ফেলে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print