বগুড়ার নন্দীগ্রামে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গত ৯ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৪টায় নন্দীগ্রাম উপজেলা পরিষদ হল রুমে সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা।
মতবিনিময় কালে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা সরকারি কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নারগিস আক্তার,নন্দীগ্রাম উপজেলা শিল্প ও বণিক সমিতির সহসভাপতি ফজলুল হক কাসেম, সাধারণ সম্পাদক আলহাজ্ব শাবান আলী,দামগাড়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আঃ সালাম।
নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন দুলাল, দপ্তর সম্পাদক আব্দুল হাকিম, সাংবাদিক মামুন আহমেদ, সরকার আপেল,রুস্তম আলী রানা, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মোঃ জাকারিয়া লিটন,যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আঃ রউফ উজ্জ্বল,নন্দীগ্রাম প্রেসক্লাবের সহসভাপতি মোঃ মিনহাজুর রহমান হাবিব,সাধারণ সম্পাদক মোঃমনিরুজ্জামান,অদ্বৈত কুমার আকাশ, শিক্ষক নেতা রহমতুল্লাহ, আবু তাহের প্রমুখ।