ডিসেম্বর ১, ২০২৫ ১০:০৬ পূর্বাহ্ণ

বগুড়ায় জব্দকৃত সার বিক্রির জন্য কৃষি বিভাগের কাছে হস্তান্তর

বগুড়ায় জব্দকৃত সার বিক্রির জন্য কৃষি বিভাগের কাছে হস্তান্তর
বগুড়ায় জব্দকৃত সার বিক্রির জন্য কৃষি বিভাগের কাছে হস্তান্তর। ছবি: এনসিএন

বগুড়ার এরুলিয়ায় অবৈধভাবে গুদামে মজুদ করা জব্দকৃত সার সরকারি মূল্যে বিক্রি করার জন্য বুধবার বিকেল ৫টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সমর কুমার পাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি জাকারিয়া মোর্শেদেরর কাছে জব্দকৃত ডিএপি ও ইউরিয়া সার হস্তান্তর করেছে।

আরও পড়ুন: অবৈধ সার মজুদের দায়ে ম্যানেজার আটক, জরিমানা ৩০ হাজার টাকা

এর আগে রোববার (৭ আগস্ট) মধ্যরাতে সদর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যামান আদালত পরিচালনা করে এরুলিয়া ব্যাসন্ট্যান্ড সংলগ্ন একটি গুদাম থেকে অবৈধভাবে মজুদকৃত সার উদ্ধার করা হয়।

কৃষি অধিদপ্তরের কাছে সার হস্তান্তরের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সমর কুমার পাল সাংবাদিকদের বলেন, ‘গত রোববার গোপন সংবাদের ভিত্তিতে মঞ্জু-করিম ট্রেডার্সে অভিযান পরিচালনা করা হয়। পরে সেখানে আনুমানিক সাড়ে ১২ থেকে ১৫ হাজার বস্তা সার উদ্ধার করে জব্দ করা হয়। এসময় গুদামে থাকা সারভর্তি দুটি ট্রাকও জব্দ করা হয়।’

আরও পড়ুন: বগুড়ায় সারের গোডাউনে অভিযান, ১২ হাজার বস্তা সার জব্দ

তিনি আরও বলেন, গুদামটিতে অভিযান পরিচালনার পরদিন পুনরায় অভিযুক্ত গুদাম মালিক আটকের চেষ্টা চালানো হয়। তবে গুদাম মালিক নাজমুল পারভেজ কনক পলাতক থাকায় তার ম্যানেজার আজিজুল হককে আটক করে ৩০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়। গুদামের ম্যানেজার অর্থদন্ডের টাকা পরিশোধ করায় তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয় বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

বগুড়া সদর উপজেলার কৃষি কর্মকর্তা জাকারিয়া মোর্শেদ বলেন, ‘উপজেলা নির্বাহী অফিসার তার কাছে জব্দকৃত সার হস্তান্তর করেছে। পরে এসব সার আইন প্রক্রিয়া শেষে সরকারি মূল্যে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ জমা দেওয়া হবে।’

এনসিএন/এআইএ/এ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print