বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট রাজনীতিক এনামুল হক শাহীন যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন। তার আগমনে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সোমবার (২৩ জুন) বিকালে উপজেলা পৌঁছালে নয়মাইল থেকে মাঝিড়া দলীয় কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ মিছিল করেন। পরে নেতাকর্মীরা উপজেলা দলীয় অফিসের সামনে ফুল দিয়ে তাকে বরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি আবদুল হাকিম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হারেছ উদ্দিন, আবু সানি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই রনি, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, যুবদলের আহ্বায়ক সোহেল আরমান রাজু, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, সাজেদুর রহমান সাজু, ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, শ্রমিক দল, জাসাসসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে এনামুল হক শাহীন বলেন, “দেশে ফিরে আপনাদের ভালোবাসা দেখে আমি মুগ্ধ। শাজাহানপুর বিএনপিকে ঐক্যবদ্ধ রাখতে সবাইকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। আমরা গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাব।”
এর আগে গত শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানেও তাকে ফুলেল শুভেচছা দিয়ে স্বাগত জানান।