জুন ১৮, ২০২৫ ৫:০৭ পিএম

তরুণদের নেতৃত্ব হবে সব জায়গায় : ফজলে হুদা বাবুল 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল বলেন, তরুণরা দুষ্টমি করবে নাতো কে করবে। তরুণরাই দুষ্টুমি করবে। দুষ্টুমি তরুণদের অহংকার। আর যারা দুষ্টুমি করবে তারাই একসময় দেশের জন্য ভালো করবে। ভবিষ্যতে তরুণরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার হয়ে সব জায়গায় নেতৃত্ব দিবে।

বৃহস্পতিবার (৫জুন) সকালে নওগাঁর বদলগাছী উপজেলা কমিউনিটি সেন্টারে তারুণ্য ফাউন্ডেশনের গেট টুগেদার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি ফজলে হুদা বাবুল বলেন, শিক্ষাঙ্গনের পরিবেশ ভালো রাখতে তোমাদের মতো তরুণদেরই এগিয়ে আসতে হবে। শিক্ষাঙ্গনে পড়াশোনার মান যেন ভালো হয়, সেই বিষয়ে তোমাদের সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, তোমাদের হাতে দেশটা যেন ভালো থাকে, সারাদেশ তোমাদের নিয়ে যেন প্রশংসা করেন, আর আমরা যেন গর্বিত হই, সেইভাবে এগিয়ে যাও। কারণ তোমাদের হাত ধরেই বাংলাদেশ এসময় ভালো হবে। তাই তারুণ্যের জয় হোক, তারুণ্যে ভরপুর হোক আমাদের এই দেশ।

বদলগাছী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী প্রমি হাসান ও এস এম মাসুদ এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম, ব্র্যাক ইউনিভার্সিটির

জনস্বাস্থ্য বিভাগের সহযোগী গবেষক ফাবি হুদা, সাংবাদিক সানজাদ সাগর, মিঠু হাসান, সৈকত সোবহানসহ আরও অনেকে।

“আবার দেখা হবে বন্ধু, মিলিত হবো একদিন” এই প্রত্যয় নিয়ে তারুণ্য ফাউন্ডেশন প্রাণচাঞ্চল্যের এ আয়োজন করেন। বিভিন্ন বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হলরুম উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।

সেখানে উপস্থিত হয়ে বৈকুন্ঠপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মিষ্টি ও আদরী বলেন, গেট টুগেদার অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে। এধরণের অনুষ্ঠানে হলে বন্ধু বান্ধবীদের সাথে মিলিত হওয়া যায়

বেগুন জোয়ার উচ্চ বিদ্যালয়ের আরেক শিক্ষার্থী আশামনি বলেন, আমি চাই এধরণের গেট টুগেদারের আয়োজন প্রায় অনুষ্ঠিত হোক, তাতে আমরা সকলে একসাথে মিলিত হতে পারবো, আনন্দ করতে পারবো।

তারুণ্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রিফাত রানা এবং সিনিয়র অফিসার আল রাকিব বলেন, এ পর্যন্ত আমাদের ৫ হাজার শিক্ষার্থী নিয়ে কাজ করা হয়েছে। আর আজ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় এক হাজ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আমরা ভবিষ্যতে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাবে। সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করা হবে। এছাড়া আমরা পরিবেশের ভারসাম্য রাখতে একটি করে গাছ লাগাবো।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print