ডিসেম্বর ১৩, ২০২৫ ১০:২২ পূর্বাহ্ণ

নন্দীগ্রামে কিশোর ক্লাব আয়োজিত এনপিএল সিজন-৪ উদ্বোধন

Oplus_16908288
Oplus_16908288

বগুড়ার নন্দীগ্রামে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শুরু হয়েছে নন্দীগ্রাম প্রিমিয়াম লিগ, এনপিএল সিজন-৪।

বুধবার পৌর এলাকার নন্দীগ্রাম মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করেন, নন্দীগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন।

এসময় তিনি বলেন, এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়ায়, সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করে, যা মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক। স্থানীয় কিশোর ক্লাবের আয়োজনে এ বছরের আসরটি শুরু হয়েছে নতুন উদ্দীপনা আর নতুন মাত্রা নিয়ে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন, রনবাঘা নিউ জেনারেশন ও নন্দীগ্রাম মিড নাইট স্টার ক্লাব। এবারের টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করছে।

টুর্নামেন্টে পরিচালানয় রয়েছেন এনপিএল এর সভাপতি আল মাসুম রুনু। তার নেতৃত্বে একটি দক্ষ পরিচালনা কমিটি সম্পূর্ণ টুর্নামেন্টের আয়োজন ও তদারকি করছে। এই আয়োজন ইতোমধ্যে নন্দীগ্রামের অন্যতম ক্রীড়া উৎসবে পরিণত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, যুবদল নেতা সাগর, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবী, টুর্নামেন্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিবছরের মতো এবারও এনপিএল কেবল একটি খেলা নয়, বরং তরুণদের মিলনমেলা হয়ে উঠেছে। আয়োজকরা জানিয়েছেন, সামনে আরও প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচের অপেক্ষায় রয়েছে এলাকাবাসী। পুরো টুর্নামেন্ট জুড়েই থাকবে চমক ও পুরস্কার।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print